‘গণতন্ত্র পুনরুদ্ধার না হলে নারী অধিকার প্রতিষ্ঠা হবে না’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৩:১৮ পিএম

‘গণতন্ত্র পুনরুদ্ধার না হলে নারী অধিকার প্রতিষ্ঠা হবে না’

দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার না হলে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্ত্রব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার সকলের মৌলিক-গণতান্ত্রিক অধিকার ও বাক-স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। দেশে নারীদের অধিকার তখনই আদায় হবে, যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।’

 

সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজকে শুধু মাত্র নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। তারা বন্দি। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের যারা অধিকারের জন্য আন্দোলন করছে, আমাদের ছাত্রনেতা, লেখক, সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতন চলছে।

‘আজকে দুর্ভাগ্য এই জাতির, ৫০ বছর পরেও আমরা বলতে পারি না যে, আমরা স্বাধীন। মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারেন না। তারাও বলতে পারেন না যে, তারা স্বাধীন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সমগ্র পৃথিবীতে নারীদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং সেই অধিকারগুলোকে সুসংগঠিত করার জন্য সব মানুষকেই সচেতনভাবে দায়িত্ব পালন করে। যারা দেশ পরিচালনা করছেন, তাদের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, এখানে যারা নারীদের অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন তাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়।’

সংক্ষিপ্ত সভা শেষে মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিএনপি কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়।

Link copied!