‘চোখের সামনেই ৫০ লাখ টাকার মাল আগুনে পুইরা ছাই’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৩, ১২:৪৩ পিএম

‘চোখের সামনেই ৫০ লাখ টাকার মাল আগুনে পুইরা ছাই’

রাজধানীর বঙ্গবাজারের চারটি মার্কেটে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। এছাড়া এনেক্সসহ আরও দুটি মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে আগুন লাগার ছয়ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করে নিচ্ছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আলিম হোসেন  নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী দ্য  রিপোর্ট ডট লাইভকে বলেন, “ সকাল ৭টায় মার্কেট খোলা তাই সেহরী খাইয়া নামাজ পড়েই মার্কেটে চলে আসি।তখন বাজে ৭টা ৪০।আইসা দেখলাম আমার দোকান যে মাকেটে সেখানে আগুন, কেচিগেট তালা তবুও তালা কয়েকজন মিলা ভাংগা দোকানে ডুকার চেস্টা করলাম,দৌড়াইয়া ক্যাশ খুইলা টেকা নিতে গেছি সামনে আগুন আসতেছিল। আমারে টাইনা সরায়া আনছে।আমি দেখলাম চোখের সামনে কালকে ক্যাশে রাখা ৩ লাখ আর দোকানে ঈদের জন্য উঠানো ৫০ লাখ টাকার মাল আগুনে পুইরা ছাই।”

বঙ্গবাজার ২৭৫ নং দোকানের আলিম হোসেন এভাবেই বর্ননা করছিলেন তার বঙ্গবাজারে লাগা আগুনে ক্ষয়ক্ষতির কথা।

মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। কেবলমাত্র ঈদের জন্য কেনাকাটা করতে লোকজন মার্কেটে আসতে শুরু করেছে। এমন সময় এই আগুন লাগায় আমাদের বড় ধরণের ক্ষতি হয়ে গেল।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরই দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। পরে আশপাশের এবং নারায়ণগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট যোগ দেয়। সব মিলে ৫০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এছাড়াও, ভয়াবহ এই ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে ছিল গোয়েন্দাসহ এলিট ফোর্স র‌্যাবের ২৪টি দল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

 

এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

Link copied!