মার্চ ৩০, ২০২২, ০৭:৫০ পিএম
দেশের বিরুদ্ধে দেশেরই কিছু মানুষের প্রতিনিয়ত অপপ্রচারের কারণে র্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর র্যাব সবসময় মানবাধিকার সংরক্ষণে কাজ করে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭ তম অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরেকটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির ঢেউ বাংলাদেশে পড়েছে বলে দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেটা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “১ কোটি পরিবারের জন্য রোজার মাস শুরুর আগে ও রোজার মধ্যে মোট দুইবার টিসিবির পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি করবে সরকার।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নজিবুল হকের আরেকটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “রাশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। মুক্তিযুদ্ধে তারা আমাদের পাশে থেকেছে। যার কারণে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয় নি বাংলাদেশ।”
তবে ২য় প্রস্তাবে মানবাধিকারের বিষয় থাকার কারণে বাংলাদেশ ভোট প্রদান করেছে।
দেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আওয়ামী লীগ সরকার সে ব্যবস্থা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।