‘মুহিবুল্লাহর হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনকে ব্যহত করবে না’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২১, ০৮:১৪ পিএম

‘মুহিবুল্লাহর হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনকে ব্যহত করবে না’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ড রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে কোন প্রভাব ফেলবে না। শনিবার (৯ অক্টোবর) বিকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের একথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের নেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি মুহিবুল্লার পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে’।

ক্যাম্পে কোনও ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে পররাষ্ট্র সচিব আরো বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে থাকছে’।

সচিব আরো বলেন, ‘মুহিবুল্লাহর হত্যায় জড়িত ৫ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে’। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘এই ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না’।

রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ‘এমন কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে’।

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে ২ দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিবের সঙ্গী হন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।

শুক্রবার (৮ অক্টোবর) দুই দিনের সফরে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি।

Link copied!