নতুন চার অতিথি এসেছে ‘রাজ-পরী’ দম্পতির ঘর আলো করে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে এসেছে একসঙ্গে চার অতিথি। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “শনিবার বিকেলে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথম বারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। চারটিই সুস্থ আছে। এবারসহ এ দম্পতির সংসারে শাবকের সংখ্যা ১০।” এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে দাঁড়ালো বলেও তিনি জানান।
ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, শাবকগুলো মায়ের দুধ পাচ্ছে। জন্মের পর এক দিন শাবককে দুধ খাওয়ানো ও ঝামেলামুক্ত পরিবেশে পর্যবেক্ষণ করতে হয়। এ কারণে শাবকদের জন্মের তথ্য দেরিতে প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে এই চিড়িয়াখানায় পরীর সঙ্গী বাঘ রাজ। দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে ১১ ও ৯ মাস বয়সী দুটি রয়েল বেঙ্গল টাইগার আনা হয়। পরে পুরুষটির রাজ ও মাদিটির নাম পরী দেওয়া হয়।