আবাসিক ভবনে বিকল্প গ্যাস সংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৭:৩৭ পিএম

আবাসিক ভবনে বিকল্প গ্যাস সংযোগ

আবাসিক ভবনে বর্তমোনে প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেয়া স্থগিত করে রাখা হয়েছে। নতুন করে কোন বাসা-বাড়িতেই দেয়া হচ্ছে না এই গ্যাস। বাধ্য হয়েই সবাই সিলিন্ডার গ্যাস ব্যবহারের দিকে ছুটছে। এই সিলিন্ডার গুলো ব্যবহার করা হয় রান্নাঘরে। যার ফলে বিভিন্ন সময় ঘটে যায় কিছু অনাকাঙ্খিত দূর্ঘটনা। এই সমস্যার সমাধানের জন্য আবাসিক ভবনে বিকল্প পদ্ধতি গ্যাস সংযোগের সুবিধা আনছে।  ডেডিকুলেশন সিস্টেম বা সেন্ট্রাল সিস্টেম তৈরি করেছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড কোম্পানি।

বাড়ির নীচে হবে গ্যাসের সংযোগ

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড কোম্পানি বাড়ির রিকুয়ারমেন্ট অনুযায়ী গ্রাউন্ডফ্লোরে সিলিন্ডার সেট করে। সেট করার পরে পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকটা রান্নাঘরে গ্রাস পৌছানোর ব্যবস্থা করে। এই গ্যাসগুলোর বিল মাস শেষে মিটারের মাধ্যমে দেয় যায়।

এই বিষয়ে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড কোম্পানির এক্সোকেটিভ অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা এলপিজি ডেডিকুলেশন সিস্টেম নিয়ে কাজ করি। যদি বাসাবাড়িতে গ্যাস না থাকে তবে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। সেটা দুই ভাবে ইউজ করা হয় কিচেনে ইউজ করা যায় আবার গ্রাউন্ডফ্লোরেও রাখা যায়। এই সিস্টেমের টোটাল বিষয়টা নিয়ে আমরা কাজ করি। এছাড়া কোন প্রবলেম হলে আমরা ফ্রি ঠিক করে দেই’।

আগ্রহ বাড়ছে বিকল্প পদ্ধতিতে

তিনি আরো বলেন, যেহেতু এখন বেশিরভাগ বাসা বাড়িতে ন্যাচারাল গ্যাস পাওয়া যাচ্ছে না তাই সবাই বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। সেজন্য আমাদের এই সার্ভিসটার প্রতি প্রচুর মানুষের আগ্রহ আছে। আমরা প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। আমরা সারা দেশেই এই সার্ভিস প্রোভাইড করি’।

সার্ভিস ভালো হলেও খরচটা অনেক বেশি হবে বলে মনে করেন ক্রেতারা। এই বিষয় এক ক্রেতা বলেন, ‘যেহেতু নরমাল গ্যাস এখন আর পাওয়া যায় না। সেই জায়গায় এই সার্ভিসটা খুবই ভালো সার্ভিস। তবে এখানে খরচ অনেক বেশি। নরমালে গ্যাসের ক্ষেত্রে খরচ পরে ৫শ থেকে ৭শ টাকা। সেই জায়গায় এখানে খরচ পরবে ১৫শ থেকে ২ হাজার টাকা’।

Link copied!