সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। কমেছে সবগুলো সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এর আগে ২০২০ সালে জুলাই মাসের ২৯ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা। তারপর সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি আট লাখ ৮৬ হাজার টাকা ।
সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২১৯টি ও অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ছয়শ ৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৯৫৬ টাকা, যা আগের দিনের তুলনায় ১৮ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৬টি কোম্পানির। দর কমেছে ১২২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৭ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৬৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৩৮৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১০২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। সিএসআই ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে নয়শ ৭৯ পয়েন্টে।