একদিন বিরতি দিয়ে বুধবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) তে আবারো লেনদেন বাড়লো।
এদিন মোট ৩৪৮টি কোম্পানির ২০ কোটি ৭৯ লক্ষ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে যার বাজারমূল্য ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লক্ষ ১৮ হাজার ৬৪০ টাকা।
চলতি সপ্তাহের শুরুতে পরপর দুই দিন শেয়ারবাজারে লেনদেন ১২শ কোটি টাকার ঘরে ছিলো। মঙ্গলবার লেনদেন একটু কমে ১ হাজার কোটির ঘরে পড়ে যায়।
এদিকে, বুধবার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, নাভানা ফার্মা, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, রূপালি লাইফ ইন্সুঃ ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো অগ্নি সিস্টেম, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, নরদান জুট, প্রগতি লাইফ ইন্সুঃ, আইএসএন লিঃ, জেমিনী সী ফুড, এনটিসি, আইটিসি ও পেপার প্রসেসিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো ইস্টার্ন ইন্সুঃ, জুট স্পিনার্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুঃ, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, কর্ণফুলি ইন্সুঃ, ঢাকা ব্যাংক ও ঢাকা ইন্সুঃ।