বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ব্যবহার না থাকায় ব্যয় বাড়ছে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২৩, ০৮:১৩ পিএম

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ব্যবহার না থাকায় ব্যয় বাড়ছে: সিপিডি

বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে বছরে জ্বালানী বাবদ সরকারকে ১০ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিকে অবজ্ঞা করা হচ্ছে বলেও অভিযোগ করছে সিপিডি। ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য নির্ভর করতে হলে এই উৎস থেকে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন করতে হবে। যা বাস্তবায়নের কোন উদ্যোগই নেই।

সিপিডি জানায়, বাজেট বক্তব্যে ২৪টি  গ্যাস কুপ খনন করার কথা বললেও আগামী অর্থবছরে গ্যাসকুপ খনন করার উদ্যগ নেয়া হয়েছে মাত্র সাতটি।

বৃহস্পতিবার (২২ জুন) "জাতীয় বাজেট: অর্থবছর ২০২৩-২৪-এ প্রস্তাবিত ব্যাবস্থা" শীর্ষক সংলাপে এ তথ্য জানিয়েছে সিপিডি।

মূল বক্তব্য পাঠ করেন সিপিডির গবেষনা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও সে ক্ষমতার ব্যবহার নেই। ফলে ক্যপাসিটি চার্জ এবং ভর্তুকি বাবদ একটা বড় অংকের অর্থ অপচয় হছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি  খাত ব্যায়বহুল হওয়ার সম্বাভনা রয়েছে। 
তিনি বলেন, জ্বালানী তেলের দাম নির্ধারণী প্রক্রিয়া স্পষ্ট নয়।

Link copied!