গড় আয়ু বেড়ে ৭৩ বছরে উপনীত হয়েছে: প্রধানমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ২৫, ২০২৪, ০৭:৫৫ পিএম

গড় আয়ু বেড়ে ৭৩ বছরে উপনীত হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

গড় আয়ু বেড়ে ৭৩ বছরে উপনীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় ‘স্বাধীনতা দিবস’ এবং ‘জাতীয় দিবস-২০২৪’-এর প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক পরিকল্পনায় সীমিত সম্পদ নিয়েও দেশকে এগিয়ে নেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে তার সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসসহ দেশের আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব এবং দৃশ্যমান উন্নয়ন করে বাংলাদেশকে ‘উদীয়মান অর্থনীতির দেশে’ রূপান্তরিত করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘এক সময়ের দারিদ্র্য-জ্বরাক্লিষ্ট বাংলাদেশ আজ সক্ষম উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।’

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় নানা প্রতিকূলতা অতিক্রম করেও দেশকে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার তার সরকারের সাফল্যের খণ্ডচিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এদেশের অর্থনৈতিক উন্নতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে এখন দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে এবং হতদরিদ্রের হার ২৫ দশমিক ১ থেকে ৫ দশমিক ৬ শতাংশে হ্রাস পেয়েছে। আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৯৩ লাখ মেট্রিক টন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, বিভাগীয় শহরগুলোর সাথে চার বা তারও বেশি লেনের মহাসড়ক চালু, ইত্যাদি অবকাঠামো সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।’

বর্তমান সময়ের বৈশ্বিক অস্থিরতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে শুধু আমাদের দেশের নয়, গোটা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। সে ধকল কাটতে না কাটতেই ২০২২ সালের গোড়ার দিকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক অবরোধ-পাল্টা অবরোধ আরোপের ফলে আমাদের মত উন্নয়নশীল দেশগুলো চরম সংকটের মুখে পড়েছে। নিত্যপণ্যের উৎপাদন ও বিপণন যেমন ব্যাহত হচ্ছে, তেমনই এসব পণ্যের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হওয়ায় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে গত বছরের শেষে যুক্ত হয়েছে গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা।’

Link copied!