নভেম্বর ৬, ২০২৫, ০৮:০০ পিএম
দেশের ই-কমার্স জগতে আবারও ফিরছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত শপিং উৎসব— দারাজ ১১.১১ সেল। এবারের মূল প্রতিপাদ্য “দ্য রিয়েল বস”, যা দারাজের প্রকৃত নায়ক অর্থাৎ গ্রাহকদের প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজন করা হয়েছে। ১০ নভেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে টানা এই কেনাকাটার উৎসব, যেখানে থাকবে অবিশ্বাস্য অফার, পুরস্কার আর প্রতিদিনের নতুন চমক।
দারাজ জানায়, এবারের ১১.১১ ক্যাম্পেইনে সব ক্যাটাগরির পণ্যে পাওয়া যাবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, সঙ্গে ফ্ল্যাশ সেল, হট ডিল, আর বিশেষ মূল্যছাড়ে ১১ / ১১১ / ১,১১১ / ১১,১১১ টাকার ডিল। শুধু তাই নয়, গ্রাহকরা ফ্রি ডেলিভারি, ডিসকাউন্ট ভাউচার ও ব্র্যান্ড রাশ আওয়ারের মতো আকর্ষণীয় সুযোগও পাবেন।
সবচেয়ে মজার আয়োজন হলো দারাজের জনপ্রিয় ‘১ টাকা গেম’, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিয়েই জিতে নেওয়া যাবে দারুন সব পুরস্কার। এর মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক, শ্রীলঙ্কা যুগল ভ্রমণ প্যাকেজ, ইলেকট্রিক স্কুটারসহ আরও ৭টি চমকপ্রদ গিফট। গেমে অংশ নিতে ক্রেতাদের ২১ নভেম্বরের মধ্যে ১ টাকার নির্ধারিত পণ্য অর্ডার করতে হবে।
১১.১১ ক্যাম্পেইনের প্রতিদিন থাকবে আলাদা থিম— যেমন ইলেকট্রিকাল টিউসডে, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে, ফ্যাশন ফরোয়ার্ড সানডে কিংবা দারাজমল মানডে। শীর্ষস্থানীয় ব্র্যান্ড যেমন হায়ার, লটো, ইউনিলিভার, বাটা, আবুল খায়ের, ম্যারিকো প্রভৃতি তাদের নিজস্ব ব্র্যান্ড ডে-তে আনবে বিশেষ অফার ও এক্সক্লুসিভ ছাড়।
এছাড়াও দারাজ চয়েস ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা— ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি পণ্য একেবারে ফ্রি!
হায়ার, লটো, ইউনিলিভার, ডেটল, হিমালয়া এবারের এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে; অন্যদিকে আবুল খায়ের, বাটা, মিস্টিন, শান, ম্যারিকো, মোশন ভিউ গোল্ড স্পন্সর হিসেবে থাকছে। পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ দেশের শীর্ষ ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠান। নির্দিষ্ট পেমেন্ট পার্টনারের মাধ্যমে লেনদেনে গ্রাহকরা পাবেন ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় এবং ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট ইএমআই সুবিধা।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “১১.১১ এখন শুধু একটি সেল নয়—এটি দেশের অনলাইন ক্রেতাদের আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আমাদের গ্রাহকরাই আসল ‘রিয়েল বস’। তাঁদের জন্যই আমরা প্রতি বছর অফারের পরিধি ও সুবিধা আরও বাড়িয়ে দিচ্ছি।”
সারা দেশের কোটি কোটি অনলাইন ক্রেতাদের জন্য এই উৎসব হতে যাচ্ছে এক অসাধারণ কেনাকাটার অভিজ্ঞতা। তাই দারাজ অ্যাপ ডাউনলোড করে তৈরি থাকুন — ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজ ১১.১১, বছরের সবচেয়ে বড় সেল!