১৭১৫ সালে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার ১২ কোটি টাকার সোনা-রূপার মুদ্রা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৩:৩৪ পিএম

১৭১৫ সালে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার ১২ কোটি টাকার সোনা-রূপার মুদ্রা

ফ্লোরিডার উপকূলে ডুবে যাওয়া ১৭১৫ সালের এক স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি রূপ্যমুদ্রা ও পাঁচটি স্বর্ণমুদ্রা। 

এই মুদ্রাগুলোর আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধারকাজ চালিয়েছে ১৭১৫ ফ্লিটকুইন্স জুয়েলস এলএলসি নামের একটি জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান।

মোটর ভেসেল জাস্ট রাইটের ক্যাপ্টেন লেভিন শেভার্স এবং তাঁর ক্রু ফ্লোরিডার ট্রেজার কোস্ট এলাকা থেকে এই রূপ্যমুদ্রাযা ‘রিয়েলস নামে পরিচিতউদ্ধার করেন। এছাড়া উদ্ধার করা পাঁচটি স্বর্ণমুদ্রা ‘এস্কুদোস নামে পরিচিত।

উদ্ধারকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি মূলত একটি বড় ধনভান্ডারের অংশ। ১৭১৫ সালের ৩১ জুলাই ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্প্যানিশ নৌবহর ডুবে যাওয়ার সময় এই অর্থসম্পদ হারিয়ে গিয়েছিল। নৌবহরটি তখন স্পেনের উদ্দেশ্যে যাত্রা করছিল।

প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল গুটুসো বলেন, “এই আবিষ্কার কেবল অর্থ নয়, ইতিহাসেরও অংশ। প্রতিটি মুদ্রা স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের গল্প বলে। একসঙ্গে হাজার মুদ্রা উদ্ধার হওয়া বিরল এবং বিস্ময়কর।

উদ্ধার হওয়া মুদ্রাগুলো মেক্সিকো, পেরু ও বলিভিয়ার স্প্যানিশ উপনিবেশে তৈরি। বেশিরভাগ মুদ্রায় তারিখ ও টাঁকশালের চিহ্ন এখনও স্পষ্ট, যা তাদের ঐতিহাসিক ও সংগ্রাহক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। ধারণা করা হচ্ছে, এগুলো কোনো একটি সিন্দুক বা চালানের অংশ ছিল যা জাহাজ ডুবে যাওয়ার সময় ছড়িয়ে পড়ে।

উদ্ধারের স্থান ফ্লোরিডার ট্রেজার কোস্ট নামে পরিচিত। এখানে সরকারি তত্ত্বাবধান ও প্রত্নতাত্ত্বিক নির্দেশিকা মেনে আধুনিক উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। স্যাল গুটুসো আরও জানান, “আমরা প্রতিটি নিদর্শন সংরক্ষণ ও গবেষণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে।

উদ্ধারকৃত মুদ্রাগুলো প্রদর্শনের আগে সতর্কভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। কিছু মুদ্রা স্থানীয় জাদুঘরে প্রদর্শন করা হবে, যাতে ফ্লোরিডাবাসী ও পর্যটকেরা সরাসরি দেখতে পারেন ফ্লোরিডার সামুদ্রিক ইতিহাসের এই ধনভান্ডার।

Link copied!