ঈদে ১ লাখ ৮৯ হাজার টাকার পাঞ্জাবি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ০৪:৩৩ পিএম

ঈদে ১ লাখ ৮৯ হাজার টাকার পাঞ্জাবি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঈদে শখ করে পাঞ্জাবি কেনেন অনেকেই। কথায় আছে ‘শখের দাম লাখ টাকা’। এই ঈদে শখের পাঞ্জাবি কিনতে সেই লাখ টাকাই খরচ করার সুযোগ পাচ্ছেন উচ্চাভিলাষী ও শৌখিন ক্রেতারা।

গুলশান - ১ এর ভাসাভি শোরুমে ১ লাখ ৮৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে ঈদের পাঞ্জাবি। প্রায় দুই লাখ টাকা দামের এই পাঞ্জাবি কীভাবে তৈরি তা নিয়ে কৌতুহল থাকাটাই স্বাভাবিক।

মুম্বাইয়ের মনোজ আগারওয়াল থেকে আগত এই পাঞ্জাবির কারুকাজ সাধারণ পাঞ্জাবি থেকে অনেকটাই ব্যতিক্রম। উন্নত মানের ফেব্রিক্স এবং কটন কাপড়ের উপর জার্দোসি, কারচুপী ও স্প্রীং ওয়ার্কের কাজ লক্ষ্য করা যায় এই পাঞ্জাবিতে। স্প্রীং ওয়ার্কের কাজে সাচ্চা জরি ব্যবহার করায় এই পাঞ্জাবি কখনো কালো হবে না। এছাড়াও পাঞ্জাবিটি আরো আকর্ষণীয় করে তুলতে গোল্ড প্লেটের জরি ব্যবহার করা হয়েছে।

ভাসাভি ফ্যাশনের সিনিয়র সেকশন ইনচার্জ ফরিদ আহমেদ জানান, ভারত থেকে ৫০ বা ৬০ হাজার রূপিতে এসব পাঞ্জাবি ক্রয় করে কিছু মুনাফা রেখে বিক্রি করেন তারা। কাস্টমার চাহিদা বুঝতে এই ঈদে ৩ পিছ পাঞ্জাবি আনা হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য পাঞ্জাবির ভিতর যা নেই, তা এই পাঞ্জাবিতে আছে।’ ক্রেতারা নতুনত্ব চায় বলেই বেশি দামে মানসম্মত পাঞ্জাবি এনেছেন তিনি।

ভিন্নধর্মী এই পোশাকটিকে পাঞ্জাবি বলা হলেও এর ডিজাইন অনেকটাই শেরওয়ানির মত। এবার ঈদে ‘শেরওয়ানি কাম পাঞ্জাবি’ ক্রেতাদের কতটা আকর্ষণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

Link copied!