চীনা মুদ্রায় খোলা যাবে এলসি: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৩:১৬ এএম

চীনা মুদ্রায় খোলা যাবে এলসি: বাংলাদেশ ব্যাংক

মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে তফসিলভুক্ত ব্যাংকগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশে আমদানির চার ভাগের এক ভাগ পণ্যই আসে চীন থেকে। তবে আমদানির এই লেনদেন চলে মার্কিন ডলারে। আর ডলার ও টাকার এই রূপান্তরেই সার্ভিস চার্জের নামে প্রতিবছর হাওয়ায় মিলিয়ে যায় আড়াই থেকে তিন হাজার কোটি টাকা।

ব্যবসায়ীরা বলছেন, দেশের টাকা বাঁচানোর স্বার্থেই পণ্য কেনাকাটায় চালু করা দরকার চীনা মুদ্রা। সঙ্কট সমাধানে তিন বছর আগেই ব্যাংকগুলোকে চীনা ইউয়ানে এলসি খুলতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকও।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ডলারসংকটের কারণে চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(এমসিসিআই) বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে।

ওইসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার তাদের বলেন, চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা যেন চীনা মুদ্রা রেনমিনবি (আরএমবি) ব্যবহার করতে পারেন, এ জন্য পরিপত্র জারি করা হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হলো।

Link copied!