ডিএসই তে আবারো লেনদেন বাড়লো

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১, ২০২৩, ০১:০৯ এএম

ডিএসই তে আবারো লেনদেন বাড়লো

একদিন বিরতি দিয়ে বুধবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) তে আবারো লেনদেন বাড়লো।

এদিন মোট ৩৪৮টি কোম্পানির ২০ কোটি ৭৯ লক্ষ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে যার বাজারমূল্য ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লক্ষ ১৮ হাজার ৬৪০ টাকা।

চলতি সপ্তাহের শুরুতে পরপর দুই দিন শেয়ারবাজারে লেনদেন ১২শ কোটি টাকার ঘরে ছিলো। মঙ্গলবার লেনদেন একটু কমে ১ হাজার কোটির ঘরে পড়ে যায়।

এদিকে, বুধবার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, নাভানা ফার্মা, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, রূপালি লাইফ ইন্সুঃ ও আমরা নেটওয়ার্ক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো  অগ্নি সিস্টেম, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, নরদান জুট, প্রগতি লাইফ ইন্সুঃ, আইএসএন লিঃ, জেমিনী সী ফুড, এনটিসি, আইটিসি ও পেপার প্রসেসিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো ইস্টার্ন ইন্সুঃ, জুট স্পিনার্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুঃ, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, কর্ণফুলি ইন্সুঃ, ঢাকা ব্যাংক ও ঢাকা ইন্সুঃ।

Link copied!