পুঁজিবাজারে ইতিবাচক অবস্থায় ২২ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২১, ১০:৫০ পিএম

পুঁজিবাজারে ইতিবাচক অবস্থায় ২২ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংকের মধ্যে ২৭টির দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২ ব্যাংকের। আর আয় কমেছে ৪ ব্যাংকের।

আয় বেড়েছে যে সব ব্যাংকের

আয় বাড়া ২২ টি ব্যাংকের মধ্যে হল আইএফআইসি ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি), শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), মার্কেনটাইল ব্যাংকের লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

আয় কমেছে ৪ ব্যাংকের

গত বছরের তুলনায় আয় কমেছে ৪ কোম্পানির। এগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এক্সিম ব্যাংক লিমিটেড। এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক লোকসানেই রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

সবচেয়ে বেশি আয় মার্কেন্টাইল ব্যাংকের

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে গত বছরের সবচেয়ে বেশি আয় হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এই কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৪২ পয়সা ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৯৬ পয়সা বা ২২৮.৫৭ শতাংশ। অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি-জুন’২১) এই কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে যার আয়ের পরিমাণ ছিল ৯৭ পয়সা। আয় বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ১০৮.২৪ শতাংশ।

Link copied!