লকডাউনে পুঁজিবাজারের লেনদেনের সময় কমছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২১, ০৫:২৮ পিএম

লকডাউনে পুঁজিবাজারের লেনদেনের সময় কমছে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। সর্বাত্মক লকডাউনেও খোলা থাকবে পুঁজিবাজার। তবে লেনদেনের সময় কিছুটা কমবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে। আজ বুধবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ হিসেবে লেনদেনের সময় কমবে দেড় ঘণ্টা।

ব্যাংক লেনদেনর সময়ে সাথে কমেছে পুঁজিবাজারেও

সর্বাত্মক লকডাউনে ব্যাংক লেনদেনের সময় কমানোর কারণে পুঁজিবাজারে লেনদেনের সময়ও কমেছে। এই সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হবে। আজ বুধবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

ব্লক মার্কেটে লেনদেন ৭২ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রাইম ব্যাংক ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

Link copied!