ঈদের ছুটিশেষে পুঁজিবাজার

লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ২৫৫ কোটি টাকা কমলো

বিশেষ প্রতিবেদক

জুলাই ৩, ২০২৩, ০১:৩৬ এএম

লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ২৫৫ কোটি টাকা কমলো

ঈদ-উল-আযহা‍‍`র ছুটি শেষে প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ লেনদেন হয়েছে মাত্র ৫১৫ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার।

লেনেদেনের এ পরিমাণ আগের কার্যদিবস জুন ২৬ তারিখের লেনদেন ৭৭০ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকার তুলনায় প্রায় ২৫৫ কোটি টাকা কম।

রবিবার (২ জুলাই) মোট ৩৬৫টি কোম্পানির ১৬ কোটি ৮৪ লক্ষ ৪২ হাজার ৪৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনশেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৮২১ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৭৯ পয়েন্ট কমে ৬৩৪৩.৩০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৮ পয়েন্ট কমে ২১৯১.৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭১ পয়েন্ট কমে ১৩৭৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো ফু-ওয়াং সিরামিকস, খান ব্রাদার্স  পিপি, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, রূপালি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, এডভেন্ট ফার্মা, প্রাইম লাইফ ইন্সুঃ, সিমটেক্স লিঃ, জেএমআই হসপিটাল ও ডমিনেজ স্টিল বিল্ডিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো ঢাকা ডাইয়িং, ফু-ওয়াং সিরামিকস, অলটেক্স ইন্ডাঃ, সোনারগাঁও টেক্সটাইল, সাফকো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, তমিজউদ্দিন টেক্সটাইল, এভেন্স টেক্সটাইল, এডভেন্ট ফার্মা ও কেয়া কসমেটিক্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো খুলনা পেপার, ইয়াকিন পলিমার, আজিজ পাইপস, প্রগতি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট  প্রাইম ফাইন্যান্স মি. ফা., অলিম্পিক এক্সেসরিজ, জিকিউ বল পেন ও ফার কেমিক্যাল।

Link copied!