অবশেষে পদত্যাগ করলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৩, ১০:৪৩ পিএম

অবশেষে পদত্যাগ করলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন। শিক্ষকদের আন্দোলনের মুখে রবিবার  রাত পৌনে ৯টার দিকে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। পরে পদত্যাগপত্রটি  রেজিস্টারের কাছে জমা দেন।

রুয়েট উপাচার্যের ব্যক্তিগত সহকারী আব্দুস সালাম সেতু এবং রুয়েট শিক্ষক আহসান হাবীব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার দিনভর নিয়মিত উপাচার্য নিয়োগ ও পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে অন্তত ৮০ জন শিক্ষক। একপর্যায়ে ভিসিকে অবরুদ্ধ বরে রাখাও হয়।  

এর আগে রবিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, গত বছরের ৩ জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় পদোন্নতি পাচ্ছেন না এসব শিক্ষক। ফলে চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ ও নিয়মিত উপাচার্য নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তোলেন তারা।

পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই মেয়াদ শেষে অবসরে যান  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সাজ্জাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য করা হয়।

Link copied!