দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ০৩:১৭ পিএম

দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সহিংসতামূলক আচরণের বিরুদ্ধে তীব্র  নিন্দা প্রকাশ করে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতা লোভী হয়ে উঠছে জামাত-বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না এবং এর বিরুদ্ধে অবস্থান করবে।

দেশব্যাপী সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের  অমানবিক নির্যাতনের বিপক্ষেও নিন্দা জানিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য অধ্যাপক এবং বর্তমান প্রো ভাইস চ্যান্সেলর (একাডেমিক)  ড. এস এম মাকসুদ কামাল বলেন, দেশে যখনই কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক গৌরবান্বিত ইতিহাস রয়েছে, তারা বরাবরই যেকোনো অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতার বিরুদ্ধে অবস্থান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন।

তিনি আরও বলেন, শুধু প্রতিবাদ নয় সকল স্তরে প্রতিরোধ যদি গড়ে তোলা না যায় তাহলে যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সে অপশক্তিকে ঠেকানো যাবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ২০১৩-১৪ সালে জামাত-বিএনপি সম্মিলিতভাবে যদি সহিংসতার সৃষ্টি না করতো তবে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুতগামী হতো।

তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণভাবে আইনের শাসন এবং সাংবিধানিক শাসনের আলোকে দেশ পরিচালিত হবে তার প্রত্যাশা করছি। এছাড়াও  ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধেও তীব্র নিন্দা প্রকাশ করেছেন তিনি। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী সদস্য অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া বলেন, আজকে সমবেত হয়েছি সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য। সরকারের সমালোচনার অধিকার সকলের থাকতে পারে তবে সন্ত্রাস, সহিংসতা এবং হত্যাকাণ্ডের অধিকার আইন কাউকে দেয় না। এ কাজই অতীতে ২০১৩ সালে এবং বর্তমানে বিএনপি-জামায়াত করে যাচ্ছে। 

উক্ত মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুম হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদাসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়াও গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্য এবং সাংবাদিকের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Link copied!