দেশে ওমিক্রন শনাক্ত হলেন আরও ৩ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ০৮:১৪ পিএম

দেশে ওমিক্রন শনাক্ত হলেন আরও ৩ জন

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশের আরও ৩ জন শনাক্ত হয়েছেন।বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ওই তিনজনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়। ওমিক্রন শনাক্তদের মধ্যে দুইজন ভারতীয় ও একজন বাংলাদেশি বলে জানা গেছে।

বুধবার যবিপ্রবির জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এ ধরন শনাক্ত করেন।

যবিপ্রবির জিনোম সেন্টার থেকে জানানো হয়, ভারতীয় দুই নাগরিকের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন নারী (৪১)। তাদের মধ্যে করোনার তেমন কোনও উপসর্গ নেই। বাংলাদেশি যুবকের বয়স ২৫ বছর। যিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে গবেষক দলটি ধারণা করছে। তার তিনদিন ধরে ঠাণ্ডা, গলাব্যথা ছাড়া অন্য কোনও উপসর্গ নেই।

ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, “ওমিক্রন খুবই দ্রুত সংক্রমণশীল। এজন্য টিকা গ্রহণ, মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

প্রসঙ্গত, আফ্রিকায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার এই ভাইরাসটি বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের কারণে বিভিন্ন দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশ কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামের এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। এর আগে ভারতে শনাক্ত হয় ডেলটা ধরন।

Link copied!