সাংবাদিকতা নিয়ে পড়ালেখা

ব্যয় কম, বেসরকারি ইউল্যাব পছন্দের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৪, ২০২৩, ০২:০৭ এএম

ব্যয় কম, বেসরকারি ইউল্যাব পছন্দের শীর্ষে

ব্যয় কম, মেয়ে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ডিসকাউন্ট, সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস – এসব কারণে বেসরকারি  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সাংবাদিকতা সহ অন্যান্য বিভাগে পড়ালেখায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে।



এ সম্পর্কে প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরার সাথে কথা বলতে গেলে জানান, ইউল্যাবে ভর্তি হওয়ার অন্যতম কারণ “মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম” বিভাগ। তার মতে বাংলাদেশের অন্যান্য বেসরকারি  বিশ্ববিদ্যালয়গুলোর থেকে ইউল্যাবের এই বিভাগটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এখানে রয়েছে ইউল্যাব টিভি, রেডিও ক্যানভাস, সিনেমা স্কোপ, অ্যানিমেশন স্টুডিও সহ আরও অনেক কিছু। শিক্ষার্থীদের  বই পুস্তকের পড়ালেখার চেয়েও হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে যাতে পরবর্তী ধাপে গিয়ে কোন বাধার সম্মুখীন হতে না হয়।



এখন আসা যাক টিউশন ফি তে। আদৌও কি শিক্ষার মানের থেকে টিউশন ফি বেশি রাখছে নাকি ঠিক আছে- এই  সম্পর্কে একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাঞ্জিল হোসেনকে জিজ্ঞেস করলে তিনি  জানান, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর থেকে ইউল্যাবে তুলনামূলক কম অর্থ ব্যয় হলেও এর পড়ালেখার মান ভলো। এছাড়াও এখানে নারী শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১০ শতাংশ উয়েভার দিয়ে থাকে।



এখানকার সবুজে ঘেরা ক্যাম্পাস শিক্ষার্থীদের ইউল্যাবে ভর্তি হওয়ায় উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবাব হোসেন বলেন, "ইউল্যাবে খেলাধুলার সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। এছাড়াও ইউল্যাবের যে মাঠটি রয়েছে এটি আন্তর্জাতিক মান অনুযায়ী বানানো হয়েছ, যা অন্য কোন ইউনিভার্সিটিতে নেই।" যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এটি একটি বড় ব্যাপার।



অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং সক্রিয় শিক্ষার্থী সম্প্রদায় এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির আবেদন অনেক বাড়িয়েছে। ইউল্যাব-এর অত্যাধুনিক গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, ক্রীড়া সুবিধা এবং শিক্ষার্থী সহ একাডেমিক এবং বিনোদনমূলক চর্চার জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করেছে।  



এছাড়া, একটি প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ, সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের একটি বিশাল পরিসর শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।



ইউল্যাব শিক্ষার্থীদের জন্য শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান ও সংস্থাগুলির সাথে কৌশলগত সহযোগিতা তৈরি করে ইন্টার্নশিপ, গবেষণা প্রকল্প এবং বাস্তব-বিশ্বের সমস্যা সমাধানে অংশ নেওয়ার সুযোগ দেয়। এই ব্যবহারিক পদ্ধতি শিক্ষার্থীদের বাস্তব-জগতের দক্ষতা প্রদান করে এবং তাদের কর্মসংস্থানের সক্ষমতাকে উন্নত করে।



এই ইট পাথরের শহরে সবুজেঘেরা একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজর কেড়েছে। বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে একটি ছোট্ট লেক এবং পাশ দিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ গাছে ঘেরা লাল রঙ্গের অপূর্ব সুন্দর একটি একাডেমিক ভবন। সামনেই সুবিশাল মাঠ ও অপুর্ব একটি কৃত্তিম লেক। এ যেনো... চারিদিকে সবুজ শান্তি, নেমেছে শীতল ধারা, গাছে ফুটেছে রং, প্রকৃতির সাথে হই মাতোয়ারা।

লিখেছেন ফারিহা ফৌজিয়া
 

Link copied!