ঘূর্ণিঝড় ‘রেমাল’: ৮-১০ ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৪, ০১:৩৩ পিএম

ঘূর্ণিঝড় ‘রেমাল’: ৮-১০ ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া ‘রেমাল’-এর প্রভাবে দেশের ১৬ জেলায় ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস এসেছে।

রোববার (২৬ মে) বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করে আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, “দেশের ১৬ জেলায় জলোচ্ছ্বেসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সব বিভাগে আজ ও আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। পরশুদিন দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।” এ সময় তিনি সুনির্দিষ্ট করে জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগে পরশু দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’, ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিসের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং এসব জেলার কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

এর আগে উপকূলীয় এলাকায় সন্ধ্যায় আঘাত ঘূর্ণিঝড় ‘রেমাল’ হানতে পারে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে জানিয়িছিলেন আবহাওয়াবিদ জেবুন্নেসা। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে ৯ নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশনা আসে ১০ নং বিজ্ঞপ্তিতে।

Link copied!