মে ২৬, ২০২৪, ১০:৫৬ এএম
উপকূলীয় এলাকায় সন্ধ্যায় আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। এর প্রভাবে আজ দুপুরে দেশের ৮ বিভাগে এই বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ জেবুন্নেসা।
রোববার (২৬ মে) তিনি বলেন, “সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে। দুপুরের দিকে দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারাদিন উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে।”
আবহাওয়া অফিস জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের উপকণ্ঠে সাগর বিক্ষুব্ধ আছে।
এর আগে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে ৯ নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: উপকূলে বৃষ্টি, পায়রা-মোংলায় ১০ নং মহাবিপদ সংকেত
৮ বিভাগে বৃষ্টির আভাস
প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টির সম্ভাবনা আছে। অতি ভারী বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও আছে।