মে ২৬, ২০২৪, ০৪:০৭ এএম
পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নং মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবদুর রহমান। তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে এখন বৃষ্টি হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে দেওয়া ১০ নংবিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে ৯ নং বিপদ সংকেত দেখানোর নির্দেশনা এসেছে।
আরও পড়ুন: সাগর খুবই উত্তাল, ঝড়-জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা
আরও বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের উপকণ্ঠে থাকা দ্বীপ ও চরগুলো ১০ নং মহাবিপদ সংকেতের আওতাধীন থাকবে।