করোনা নিয়ন্ত্রণে সফল বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:০৪ পিএম

করোনা নিয়ন্ত্রণে সফল বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশ না পারলেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নতুন নিয়োগ পাওয়া জুনিয়র কনসালটেন্টদের (অ্যানেস্থেসিওলজী) অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা চিকিৎসক ও সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। দেশে করোনা সংক্রমণের শতকরা হার ৭ দশমিক শূন্য ৩। তবে এটা যে কোনো সময় বাড়তে পারে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।’

অক্সিজেনের অভাবে ভারতে করোনা রোগীর মৃত্যু হলেও দেশে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘সেখানে গাড়িতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ যেটা বিশ্বের বিভিন্ন দেশে করতে পারেনি।’ ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্যও করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো আছে।’

দেশে অ্যানেস্থেসিওলজী সংকট আছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘অ্যানেস্থেসিওলজী নতুন নিয়োগটি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়েছে। আগামীতেও অ্যানেস্থেসিওলজী নিয়োগ দেওয়া হবে। আগামীতে এই সংকট আর থাকবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ৪০৯ জন নতুন অ্যানেস্থেসিওলজী নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এমন নিয়োগ বাংলাদেশের ইতিহাসে হয়নি। তবে দুঃখের বিষয় হলো-ইতোমধ্যে আমার কাছে অনেকে টেলিফোন এসেছে নিজেদের পছন্দ মতো হাসপাতালে নিয়োগ দেওয়ার জন্য। আমি তাদের বলতে চাই অধিদপ্তর থেকে যাদের যে হাসপাতালে নিয়োগ দেওয়া হবে সেখানেই কাজ করার অনুরোধ জানাচ্ছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর,  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

Link copied!