এখনো করোনার কবল থেকে মেলেনি মুক্তি। এর মধ্যেই নতুন মহামারীর আর্বিভাবের দুঃসংবাদ।
বিশ্বজুড়ে স্বল্পসময়ের ব্যবধানে নতুন নতুন ভাইরাস আবির্ভূত হচ্ছে। এ কারণে লন্ডনভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণ সংস্থা এয়ারফিনিটি লিমিটেড আশঙ্কা করছে আগামী এক দশকের মধ্যে করোনার মতো আরও মহামারী আঘাত হানতে পারে।
সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বেড়ে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়া রোগ যাকে জুনোটিক রোগ বলে সেসব সমস্যা এই মহামারীর ঝুঁকি সৃষ্টি করতে অবদান রাখে।
ভাইরাসসৃষ্ট মহামারীর ক্ষেত্রে নতুন ভাইরাসের প্রকোপ শুরুর ১০০ দিনের মধ্যে কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলে মহামারীর শঙ্কা অনেকটাই কমে যাবে। পরবর্তী সম্ভাব্য বৈশ্বিক হুমকির মোকাবিলায় কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এয়ারফিনিটি বলেছে, বার্ড ফ্লু ধরনের ভাইরাস হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় বলে যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১৫ হাজার মানুষকে হত্যা করতে পারে।
গত দুই দশকে বিশ্বে তিনটি বড় করোনাভাইরাস দেখা গেছে, এগুলো হলো- সার্স, মার্স ও কোভিড-১৯। ২০০৯ সালে দেখা দিয়েছিল সোয়ান ফ্লু মহামারী।