দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (ঢাবি) প্রথম টিকা নিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এরপরই টিকা নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এবং আরেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
নিবন্ধন তালিকা অনুযায়ী রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর কোভিড সেন্টারে উপস্থিত হয়ে তারা টিকা নেন।
টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক সামাদ বলেন, “সুন্দর পারিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি। এছাড়া সুশৃঙ্খলভাবে টিকাদান পরিচালনার জন্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান উপ-উপচার্য।