দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আরও ২৫ লাখ টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০৮:৫৮ পিএম

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আরও ২৫ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার টিকার ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ। আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার ভ্যাক্সিনের পরবর্তী চালান যুক্তরাষ্ট্র থেকে আসার কথা রয়েছে।

রবিবার(২ জানুয়ারি) সকাল ৮টা ২৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাইজার ভাকসিনের এই চালান এসে পৌঁছায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস(গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে জো বাইডেন সরকার এসব টিকা বাংলাদেশকে পাঠিয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সরকার গত বছরের ১৯ ডিসেম্বর কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ হিসেবে ওয়াশিংটন ওইসব টিকা ঢাকাকে পাঠায়।  

Link copied!