হাসপাতালে ভর্তি ৮৫% টিকা না নেওয়া: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ১০:৫৮ পিএম

হাসপাতালে ভর্তি ৮৫% টিকা না নেওয়া: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৮৫ শতাংশই ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকেলে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

"যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে খুব কমই হাসপাতালে ভর্তি হয়েছে," বলেন তিনি।

দেশে প্রতিদিন সংক্রমণ বাড়লে সেই হারে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে না বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসোলেশনের মেয়াদ কমাতে টেকনিক্যাল কমিটি আলোচনা করে জানাবে।

অন্যদিকে, আইসলেশন পলিসির বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) পরিবর্তিত নিয়ম অনুযায়ী দেশে আইসোলেশনের সময়সীমা ১০ দিন থেকে ৫-৭ দিনে কমিয়ে আনা হতে পারে।

"ওমিক্রন মাইল্ড হতে পারে কিন্ত সংক্রমণ যখন বেশি হবে তখন মৃত্যু বেশি হবে," যোগ করেন তিনি।

দেশে এখন করোনা আক্রান্তের ৮০ শতাংশেরই ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত, বলেন তিনি।  

করোনা রোগীদের চিকিৎসায় সরকারী হাসপাতাল প্রস্তত রয়েছে জানান তিনি।

Link copied!