আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের এই সিনিয়র সচিব আরও বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে। আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে, এ জন্য ২৮ কোটি ডোজ টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।’
এ দেশের রিকশাওয়ালা, ভ্যানওয়ালারাও মর্ডানা-ফাইজারের টিকা পেয়েছে জানিয়ে লোকমান হোসেনি মিয়া আরও বলেন, ‘ আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ বরে দুবাই গিয়ে ফাইজার টিকা দিয়ে এসেছে। কিন্তু সরকার বিনামূল্যে এসব টিকা নিশ্চিত করেছে।
এদিকে, সোমবার পর্যন্ত করোনাভঅইরাস প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৩৭০ জন। এরমধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা টিকার ১৪ লাখ ৫০ হাজার ৫৫৩ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১১ লাখ ১৬ হাজার ৭৫৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট ৭ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ১২৫ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তারমধ্যে ৪ কোটি ৬৭ লাখ ৮ হাজার ৭৫৫ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৩৭০ জন। এছাড়া ৬ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৩৮ জন এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন।