অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ০৮:২০ এএম

অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনাস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন টোরি পার্টির নেতা বরিস জনসন। সোমবার ব্রিটিশ হাউজ অব কমন্সে ভোটাভুটির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বরিসকে ক্ষমতাচ্যূত করতে ১৮০টি ভোটের প্রয়োজন ছিলো। কনজারভেটিভ পার্টি যা টোরি পার্টি নামেই বেশি পরিচিত; বরিস জনসনের নেতৃত্বে থাকা দলটির  ২১০ জন সদস্য ভোটাভুটিতে অংশ নেন। ভোটে ১৪৮ জন জনসনের বিপক্ষে ভোট দেন। এর ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন অনাস্থা ভোট আহবান করা ক্ষমতাসীন রক্ষণশীল দলের অন্যতম সংসদ সদস্য গ্রাহাম ব্র্যাডি। গ্রাহাম ব্র্যাডির সঙ্গে দলটির আরও ৫৪ জন নির্বাচিত সংসদ সদস্য অনাস্থা ভোট আহবানের অনুরোধ জানালে অনাস্থা ভোট আয়োজনের বাধ্যবাধকতা চলে আসে। 

প্রসঙ্গত, হাউজ অব কমন্সে রক্ষণশীল দলের ৩৫৯ জন সংসদ রয়েছেন। ভোটে হারলে প্রধানমন্ত্রীর পাশপাশি দলের নেতৃত্বও হারাতে হতো বরিস জনসন। এ জয়ের ফলে আগামী এক বছরের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো ধরণের অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যাবে না।   

 

Link copied!