কলকাতার মেয়র হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম। তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের সভায় নতুন মেয়রের নাম ঘোষণা করা হয়। ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ।
এছাড়া, কলকাতা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে মালা রায়কে। বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের জয়ী ১৩৪ জন কাউন্সিলরকে অভিনন্দন জানান।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন। কলকাতা পুরসভার দলনেতা হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেন বক্সী। দুই প্রস্তাবেই উঠে আসে সমর্থনের হাত।
এছাড়া, ১৩ জন মেয়র পরিষদের সদস্য হয়েছেন।
এর আগে, কলকাতার পুরো ভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে জিতে ভূমিধস বিজয় পায় তৃণমূল কংগ্রেস। এছাড়া ৩টি ওয়ার্ডে জয় পায় বিজেপি। এছাড়া বাম জোট এবং কংগ্রেস প্রার্থী ২টি করে ওয়ার্ডে জয়ী হয়। এছাড়া ৩ জন নির্দল প্রার্থী জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।