উড়ন্ত উড়োজাহাজের ককপিটে বান্ধবীকে নিয়ে খোশগল্পে পাইলট, তদন্তের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৮:৫৮ পিএম

উড়ন্ত উড়োজাহাজের ককপিটে বান্ধবীকে নিয়ে খোশগল্পে পাইলট, তদন্তের নির্দেশ

উড়ন্ত প্লেনে বান্ধবীকে ডেকে ককপিটে বসান পাইলট। আর সেভাবেই খোশগল্প করেই কাটিয়ে দেন গোটা যাত্রাপথ! সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে এ বছরের ২৭ ফেব্রুয়ারি। ওই দিন দুবাই থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। আকাশে ওড়ার পরই বান্ধবীকে ডেকে পাঠান পাইলট। যাত্রীদের মধ্যেই বসে ছিলেন তিনি। বিমানযাত্রার শুরুতেই ককপিটে ঢুকে পড়েন পাইলটের বান্ধবী। তিন ঘণ্টার যাত্রাপথের পুরোটাই ককপিটে ছিলেন ওই নারী।

কর্মকর্তারা বলছেন, এটি ফ্লাইট এবং যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করা। তদন্তে দোষী সাব্যস্ত হলে অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে ওই পাইলট লাইসেন্স স্থগিত বা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন।

তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তদন্তের পরে অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে।

অভিযোগ প্রমাণিত হলে পাইলটকে বহিষ্কার করা হতে পারে। এমনকি কেড়ে নেওয়া হতে পারে তার লাইসেন্সও।

Link copied!