এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত সংযুক্ত আরব আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ১১:৫৮ এএম

এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত সংযুক্ত আরব আমিরাত

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর অনেক দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাধা আসছে পর্যটক প্রবেশেও। তবে এসব নিয়মের বাইরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখনও ওমিক্রন শনাক্ত রোগীর সংখ্যা অত্যন্ত কম। ফলে মধ্যপ্রাচ্যের এই দেশে এখনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ সম্প্রতি ৫৩টি দেশ নিয়ে গবেষণা প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা প্রতিরোধে প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর কারণ হিসেবে উঠে এসেছে, জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে টিকা নিশ্চিত করা, কম খরচে করোনা পরীক্ষা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা অত্যন্ত কম। এর কারণ জানতে চাইলে মিরজাম চকলেট কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাথে জনসন বার্তা সংস্থা বিবিসিকে বলেন, “এতে অপরকে নিরাপদ রাখার চেষ্টা করি। এ ছাড়া, এখানকার অধিবাসীরা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই কিছু কৌশল অবলম্বন করে। পরিচ্ছন্ন থাকে।”

দেশে দেশে ওমিক্রন শনাক্ত বাড়ার কারণে বিধিনিষেধ আরোপ করা হলেও পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত এখনও উন্মুক্ত। দুবাইয়ের একজন অধিবাসী জানান, অক্টোবর থেকে মে মাস পর্যন্ত দেশটিতে ভ্রমণের জন্য উপযুক্ত সময়। তখন গরম কম থাকে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২০ সালের ২০ অক্টোবর শুরু হয়েছে শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির এই সম্মিলন। এটি শেষ হবে ২০২২ এর মার্চে। ক্যাথে জনসন বলেন, “এই আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে এখানে অনেকেই আসতে ইচ্ছুক হবে। এই দেশের খাবার, প্রকৃতি ও স্থানগুলো অবশ্যই পর্যটকদের মুগ্ধ করবে।”

Link copied!