কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২২, ১২:০৬ পিএম

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক।

দশককালেরও বেশি সময় ধরে চলা জঙ্গি সহিংসতায় পর্যদুস্ত অঞ্চলটির বেসামরিকদের রক্ষায় শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (এমওএনইউএসসিও) ব্যর্থতার অভিযোগে সোমবার থেকে দেশটিতে এ বিক্ষোভ শুরু হয়।

মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এ হতাহতের ঘটনা ঘটে। সরকারি এক মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিনিধি দেখেছেন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহকারী মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, “জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর যে কোনো সরাসরি হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মহাসচিব জোর দিয়ে বলেছেন, তিনি কঙ্গোর কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত এবং দায়ীদের দ্রুত জবাবদিহিতার মুখোমুখি করতে আহ্বান জানিয়েছেন।”

Link copied!