কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৩, ০৩:৫২ পিএম

কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় নিহত ৪৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলে সোমবার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের (আইডিপি) শিবিরে হামলা চালানো হয়েছে। এতে ৪৫ জন নিহত হয়েছেন।

সোমবার (১২ জুন) আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘ বলেছে, রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।

কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) সশস্ত্র যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সশস্ত্র যোদ্ধারা জুগু অঞ্চলের লালা বাস্তুচ্যুত এলাকায় বাস্তুচ্যুদের ওপর গণহত্যা চালিয়েছে।

ঘটনাস্থল কঙ্গোর বুলেতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ঘাঁটি থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। কোডেকোর দাবি, তারা লেন্দু সম্প্রদায়কে হেমা জাতিগোষ্ঠী এবং ডিআরসির সেনাদের থেকে রক্ষা করবে।

Link copied!