পশ্চিমবঙ্গের পর এবার আসামে ‘খেলা হবে’!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ০৪:১৪ পিএম

পশ্চিমবঙ্গের পর এবার আসামে ‘খেলা হবে’!

ভারতের চলমান বিধানসভা নির্বাচনে বহুল ব্যবহৃত বাংলাদেশি স্লোগান ‘খেলা হবে’ এবার আসামেও জনপ্রিয়তা পেয়েছে।

কয়েক বছর আগে বাংলাদেশের নারায়ণগঞ্জ চার আসনের বর্তমান সাংসদ শামীম ওসমানের মুখেই প্রথম শোনা যায় খেলা হবে কথাটি। এরপর তা বেশ আলোচিত হয় বাংলাদেশে। এবার এই ‘খেলা হবে' স্লোগানটিকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস নিজেদের নির্বাচনী স্লোগান বানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সব প্রার্থী এমনকি তারকারাও একই শ্লোগানে মেতেছেন। স্লোগানটি বেশ প্রভাব ফেলেছে সাধারণ নাগরিকদের মধ্যেও।

বাদ যায় নি বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা যারাই পশ্চিমবঙ্গে এসেছেন তাদের মুখেও শোনা গেছে খেলা হবে- তবে তারা তা বলেছেন ব্যঙ্গাত্মকভাবে।

শুধু পশ্চিমবঙ্গ নয় এবার আসামের বিধানসভা নির্বাচনেও তুমুল জনপ্রিয় স্লোগান খেলা হবে। প্রত্যেক দলই নিজেদের প্রচারণায় ব্যবহার করছে স্লোগানটি।

 

Link copied!