জুন ১৬, ২০২২, ০৬:৫৪ পিএম
ইউক্রেন সফররত ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ-ফ্রান্স, জার্মানী ও ইটালির নেতাকে কিয়েভের প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নেতারা আশা করছেন, বৈঠকে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
এছাড়া ইউক্রেনে আরও সহায়তা দেওয়ার বিষয়টি জানাবেন এ তিন নেতা। রুশ প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্স, জার্মান এবং ইটালির তিন শীর্ষ নেতার ইউক্রেন সফরে গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন আসবে না। বরঞ্চ এতে করে ইউক্রেনের উপর রুশ হামলা আরও বাড়বে।