বেইজিংকে পাল্টা জবাব দিলো লন্ডন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:২৬ পিএম

বেইজিংকে পাল্টা জবাব দিলো লন্ডন

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জেং জেগুয়াংকে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।  চীনের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ এনে পাঁচ ব্রিটিশ এমপি ও লর্ডসভার সদস্যের বিরুদ্ধে চীন সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর এর পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে চীনা রাষ্ট্রদূত জেং জেগুয়াংকে নিষিদ্ধ করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল বিবিসি বাংলার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৫ সেপ্টেম্বর) দেশটির হাউস অব কমন্সে চীন ইস্যুতে সর্বদলীয় অধিবেশনে যোগ দেয়ার কথা ছিল জেং জেগুয়াংয়ের। তবে এর আগেই চীনা রাষ্ট্রদূতকে বলা হয়, যতদিন পর্যন্ত ব্রিটিশ কমন্স ও লর্ডসভার সদস্যদের ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা থাকবে ততদিন তিনি যেন পার্লামেন্ট ভবনে না আসেন।

এদিকে, বরিস জনসন সরকারের এই সিদ্ধান্তকে ‘কাপুরুষোচিত’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে চীনা দূতাবাস বলেছে, এই সিদ্ধান্ত দুদেশেরই স্বার্থহানি ঘটাবে।

এর আগে চীনের জিনজিয়াং প্রবেশে উইঘুর মুসিলমদের বেলায় দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাজ্য। এ নিয়ে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করে দেশটি। এর জবাবে ব্রিটিশ ৫ এমপি ও ২ পিয়ারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বেইজিং। সেইসঙ্গে তাদের সম্পদও জব্দের নির্দেশ দেয়া হয়।

ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের ওই এমপিরা হলেন- স্যার ইয়ান ডানকান স্মিথ, টম তুগেন্ধাত, নুসরাত গণি, নেইল ও’ব্রায়েন ও টিম লাফটন। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে ব্রিটিশ স্পিকার স্যার লিন্ডসে হোয়েল ও লর্ড স্পিকার লর্ড ম্যাকফলকে চিঠি দেন তারা।

 

Link copied!