ডিসেম্বর ৮, ২০২১, ০২:৫৭ পিএম
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। এর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের অবস্থা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার কোনো বিবৃতি দেয় নি।
এর আগে, অনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হযেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়। হেলিকপ্টারে বিপিনের সঙ্গে তার স্ত্রী মধুলিকাও ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।