১১৮ বছর বয়সে মৃত্যুকে বরণ করে নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফরাসি সন্ন্যাসিনী লুসিল র্যান্ডন। ঘুমন্ত অবস্থায় মারা যান ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবেও স্বীকৃতিপ্রাপ্ত এই সন্ন্যাসিনী।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দক্ষিণ ফরাসি শহর টউলনের সেন্ট-ক্যাথরিন-লাবোর নার্সিং হোমে চিরনিদ্রায় যান তিনি। নার্সিং হোমের মুখপাত্র ডেভিড তাভেলা জানান, খুব কষ্ট লাগছে। তবে মৃত্যুর মধ্য দিয়ে তার মুক্তি হলো।
জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের (জিআরবি) ওয়ার্ল্ড সুপারসেন্টেনারিয়ান র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন তিনি। ১১৯ বছর বয়সে জাপানের কেন তানাকার মৃত্যুর পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আনুষ্ঠানিকভাবে র্যান্ডনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি দেয়া হয়।
লুসিল ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আলেসে একটি প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করেন। ২৬ বছর বয়সে ক্যাথলিক হিসেবে দীক্ষা গ্রহণ করে নাম পাল্টে সিস্টার আন্দ্রে নাম ধারণ করেন। ৪১ বছর বয়সে ফ্রান্সের একটি হাসপাতালে নিয়োগ পান। সেখানে ৩১ বছর ধরে কাজ করেন তিনি।
জীবনের শেষদিকে অন্ধ হয়ে যান ১০৮ বছর বয়স পর্যন্ত কাজ করে যাওয়া এই নারী। শেষ বয়সে হুইলচেয়ারে চলাফেরা করতেন বলে জানায় নার্সিং হোম কর্তৃপক্ষ।