মারিউপোলে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ১১:৫৫ এএম

মারিউপোলে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে রাশিয়া

ইউক্রেনের মারিউপুলের যুদ্ধে নিজেদের জয়ী হিসেবে ঘোষণা দিয়েছে রাশিয়া। আজাভস্টালের ঘাটি থেকে ৫৩১ জনের ইউক্রেনিয়ান সৈন্যদের শেষ বহর আত্মসমর্পন করার পর মস্কো এ ঘোষণা দিলো।

গত কয়েক মাস ধরে ওই ঘাটিতে ইউক্রেনের বিতর্কিত আজাভ ব্যাটালিয়ানের সৈন্যরা রুশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। শেষ বহর নিয়ে আজাভস্টাল থেকে আত্মসমর্পন করা সৈন্যের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৪ হাজার ৩৯ জনে। এসব সৈন্যদের রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনানুযায়ী তাদের বিচার করার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন বলছে, বন্দি বিনিময়ের মাধ্যমে ওই ইউক্রেনিয়ান সৈন্যদের ফেরত দিতে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজাভস্টালের ঘাটিতে যে সৈন্যরা অবস্থান করছিলো তাদের নির্দেশ দেয়ার পরই আত্মসমর্পন করেছেন। তাদের বলা হয়েছিলো, জীবন বাঁচাতে তারা আত্মসমর্পন করতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে ওই ঘাটিটি ঘিরে রেখেছিলো রুশ সৈন্যরা। ঘাটিতে কোন ধরণের খাবার সহায়তা পৌছাতে দেয়নি পুতিনের সৈন্যরা।

Link copied!