ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত এক টুইট বার্তায় বলেছেন, ‘মোদির ওপর ভরসা নাই। যতদিন সংসদে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান জারি থাকবে। খুঁটি তখনই উঠবে যে দিন কাজ পাকা হবে।’
শুক্রবার (১৯ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৃষকদের ব্যাপক বিক্ষোভের কারণে ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণার পর রাকেশ টিকায়েত এমন মন্তব্য করেন।
টুইটারে রাকেশ এই দাবিও করেন, ‘ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কথা বলে সমাধান দরকার। এ ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না।’
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে পাশ হয় তিন কৃষি আইন। এরপর থেকেই এই আইনের বিরোধিতায় হরিয়ানা, পাঞ্জাবসহ দেশের নানা প্রান্তে আন্দোলন শুরু হয়। নভেম্বরে কৃষকরা দিল্লিতে গিয়ে ধরনায় বসেন। সেই থেকেই আন্দোলন চলছিল। সেই আন্দোলনের শুরু থেকেই ছিল বিকেইউ।