যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দিল সন্ত্রাসী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৭:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দিল সন্ত্রাসী

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

সোমবার (২২ নভেম্বর) ওকেশা শহর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি গভর্নমেন্টের পোস্টে বলা হয়েছে, “এই মুহূর্তে অন্তত ৫ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি। হতাহতের সংখ্যা বাড়তে পারে।”

গতকাল রোববার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ওকেশার পুলিশ প্রধান ড্যান টমসন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করার পাশাপাশি একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

হতাহতদের মধ্যে ক্যাথলিক যাজক, গির্জার বাসিন্দা এবং স্কুল শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Link copied!