আগস্ট ১৫, ২০২২, ১০:২৬ পিএম
ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে হামলার ঘটনায় আটক হওয়া সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ‘সুস্পষ্টভাবে’ অস্বীকার করেছে ইরান। আজ সোমবার তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানি বলেন, ‘এ হামলার সঙ্গে কোনো সংযোগ থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আমরা। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করার অধিকার কারও নেই।’
কানানি আরও বলেন, ‘এ হামলার জন্য সালমান রুশদি এবং তাঁর সমর্থকেরা ছাড়া অন্য কাউকে আমরা দায়ী বলে বিবেচনা করতে এবং নিন্দা জানাতে পারছি না। ইসলামের পবিত্র বিষয়গুলোকে অবমাননা এবং এ ধর্মের দেড় শ কোটি অনুসারীর লাল রেখা ছাড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে সালমান রুশদি নিজেই নিজেকে মানুষের ক্ষোভের মুখে ঠেলে দিয়েছেন।’
গত শুক্রবার সালমান রুশদির ওপর হামলার পর লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি মাতারকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ‘পূর্বপরিকল্পিতভাবে হামলা’ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে হাদি মাতার হত্যার উদ্দেশ্যে হামলার কথা অস্বীকার করেছেন।