রুশ প্রেসিডেন্ট নিজের স্বার্থে ইতিহাস বিকৃত করছেন: ব্লিংকেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ১০:৫৮ পিএম

রুশ প্রেসিডেন্ট নিজের স্বার্থে ইতিহাস বিকৃত করছেন: ব্লিংকেন

ইউক্রেনে চালানো নৃশংসতাকে ন্যায্যতা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে যুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকীতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পুতিন তার নিজের উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে ঐতিহাসিক স্মৃতিকে বিকৃত করছেন।”

বিবিসি’র খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, “আমরা যখন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মৃতিচারণ করছি, তখন আমাদের পবিত্র দায়িত্ব হলো অতীতের সত্য সম্পর্কে বলা এবং আমাদের সময়ে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদের সমর্থন করা।”

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভ পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী । ওই সময় তিনি ইউত্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন এবং কিয়েভের জন্য আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

Link copied!