শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ৫ জনের প্রাণহানী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২২, ০৩:৩৩ পিএম

শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ৫ জনের প্রাণহানী

একটি শিশু পা পিছলে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে একই পরিবারের তিন শিশুসহ চারজন পানিতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় ওই শিশুসহ তাদের সবাই পানিতে ডুবে মারা গেছেন।

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় মুম্বাইসংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

গ্রামবাসীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন।এ সময় এক শিশু পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পরিবারের অন্যরা পানিতে ঝাঁপ দেন এবং পাঁচজনই ডুবে যান।

মৃতরা হলেন— মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Link copied!