অক্টোবর ২০, ২০২১, ১০:৫৭ এএম
এবার সাবমেরিন থেকে সফলভাবে একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (১৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, এই ক্ষেপণাস্ত্রের উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি আছে যা এটিকে শনাক্ত করা কঠিন করে দিবে।
কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া বেশকিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।দেশটি বলছে, তাদের পরীক্ষা চালানো অস্ত্রগুলি হাপারসনিক (শব্দের গতিবেগের চেয়ে পাঁচগুণ গতিসম্পন্ন) এবং দূরপাল্লার। ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের চেয়ে হুমকিজনক বিবেচনা করা হয়। কারণ এটির ধারণক্ষমতা বেশি, দ্রুতগতি সম্পন্ন এবং দূরপাল্লার।
যদিও দেশটির উপর জাতিসংঘের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার বলেছে, সর্বশেষ সংস্করণের এই মিসাইলের রয়েছে উন্নত নিয়ন্ত্রণ প্রযুক্তি যা এটিকে খুব দ্রুত চলতে সাহায্য করে। এটি ৪৫০ কিলোমিটার পাড়ি দেওয়া এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার উপরে উঠতে পারে। এছাড়া এই ক্ষেপণাস্ত্র ছবি পাঠাতে পারে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় সিনপো বন্দর থেকে একটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। সিনপোতে পিয়ংইয়ংয়ের সাবমেরিন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জামাদি রাখা হয়। ক্ষেপণাস্ত্রটি পূব সাগরে আছড়ে পড়েছে, যা জাপান সাগর হিসেবেও পরিচিত।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার এই ব্যালিস্টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘অত্যন্ত দুঃখজনক’ মন্তব্য করেছেন।
সূত্র: বিবিসি।