কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ১ মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ০৬:৫৭ পিএম

কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ১ মৃত্যু

কলম্বিয়ার রাজধানী বগোতায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। নগরীর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর কলম্বিয়ার ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভিস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে উল্লেখ করেছে।

এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

নগরীর মেয়র ক্লাউদিয়া লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ জানিয়েছেন, ভূমিকম্প চলার সময় রাজধানীর দক্ষিণপূর্ব অংশে এক নারী তার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।

কলম্বিয়ার সিভিল ডিফেন্সে এজেন্সি জানিয়েছে, বগোতার দক্ষিণপূর্বে ছোট শহর কালভারিওর সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে এলাকাটির জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিকটবর্তী ভিয়াভিসেনসিওতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জরুরি পরিষেবার কর্মীরা খতিয়ে দেখছেন।

Link copied!